পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠী তাদের ধর্ম পালন করতে বর্তমান সরকার কাজ করছে-অংসুইপ্রু চৌধুরী

12

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠী তাদের ধর্ম পালন করতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিকনির্দেশনায় পার্বত্য মানুষের কল্যানে কাজ করছে পাহাড়ের অবিসংবাদিত নেতা বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তার আন্তরিক প্রচেষ্টায় রাঙ্গামাটি জেলা পরিষদ কাজ করছে বলে মন্তব্য করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান।
রাঙ্গামাটি পৌরসভার রাঙ্গাপানি বৈশালী পাড়ায় পাংখোয়া জনগোষ্ঠীর প্রার্থনা স্থান গিলগাল গীর্জা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এ কথা বলেন।
শুক্রবার (১৫ মার্চ) সকালে ইভ্যানজেলিক্যাল চার্চ অব বাংলাদেশ (ইসিবি) সাধারণ সম্পাদক লালছোয়াকলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে প্রার্থনা অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কাম্তি দাশ, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য ঝর্ণা খীসা, সাবেক সদস্য জ্ঞানেন্দু চাকমা, সাবেক সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা, সাবেক সদস্য সাধন মনি চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গীর্জা ভবন উৎসর্গ প্রার্থনা করেন গিলগাল গীর্জার দায়িত্ব প্রাপ্ত পাস্টার ভানরেম পাংখোয়া।
পরে প্রার্থনা অনুষ্ঠানে মিলিত হয় রাঙ্গামাটি পৌর এলাকায় বসবাস রত পাংখোয়া জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।