রাঙ্গামাটিতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে আইনি সেবা পৌঁছে দিতে লিগ্যাল এইড অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

21

॥ মিকেল চাকমা, রাঙ্গামাটি ॥
রাঙ্গামাটিতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে আইনগত সহায়তা সম্পর্কে সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাঙ্গামাটি লিগ্যাল এইড অফিস।
সোমবার (১১ মার্চ) সকালে রাঙ্গামাটি সদর উপজেলাধীন সাপছড়ি গ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের সংখ্যাগরিষ্ঠ চাকমা সম্প্রদায়ের মধ্যে সরকারি খরচে আইনগত সহায়তা ও মেডিয়েশন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা, সহকারী সমাজসেবা অফিসার প্রমিতা চাকমা ও সাপছড়ি এলাকার শতাধিক চাকমা নৃ-গোষ্ঠীর জনসাধারণ।
রাঙ্গামাটি লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ বলেন, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের মধ্যে অনেকের বাংলা ভাষা বলতে ও বুঝতে অসুবিধা হয়। সরকারি খরচে আইনগত সহায়তা ও মেডিয়েশন সেবা সম্পর্কে আমার বক্তব্য দেয়ার পর রাঙ্গামাটি সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা তাদের ভাষায় আমার বক্তব্য উপস্থিত সবাইকে বুঝিয়ে দেন। তিনি আরও বলেন, সরকারি খরচে আইনগত সেবা ও আপোষে বিরোধ মিমাংসা সেবা নিশ্চিত করার লক্ষ্য এমনটি উদ্যোগ নেওয়া হয়েছে।