॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই রাইখালী ডংনালা আমতলী চন্দনা কাটা পাহাড় এলাকায় বন্যহাতি হত্যা দায়ে চন্দ্রঘোনা থানায় মামলা করেছে বন বিভাগ।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো.জাহেদুল ইসলাম বাদী হয়ে বন্যহাতি হত্যার দায়ে মঙ্গলবার (৫ মার্চ) ২ জনের নাম উল্লেখ করে আরোও ১৫/২০জনকে অজ্ঞানামা করে মামলা দায়ের করেন।
রেঞ্জ কর্মকর্তা মো: জাহেদুল ইসলাম জানান, সপ্তাহখানেক আগে রাইখালী ইউনিয়ন এর ডংনালা আমতলী চন্দনা কাটা পাহাড়ের নিচে কিছু দুষ্কৃতিকারী বন্যহাতি হত্যা করে শরীরের সব অংশ নিয়ে হাড়গোড় ও ভুড়ি মাটির নিচে পুতে রাখে। গত ৩ মার্চ বন বিভাগের লোকজন সেই এলাকা হতে হাতির হাড়গোড় উদ্ধার করে।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৬/৪১ ধারার এটি অপরাধ যোগ্য বলে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশক্রমে গত মঙ্গলবার আমি বাদি হয়ে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করি।
চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের আটকে পুলিশ এর অভিযান অব্যাহত রয়েছে।