॥ বান্দরবান প্রতিনিধি ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে বান্দরবান ৩০০নং আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানোর কাজ সম্পন্ন হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) নির্বাচন উপলক্ষে সকাল থেকেই পার্বত্য জেলা বান্দরবানের ১৮২টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নির্ধারিত প্রিজাইডিং কর্মকর্তার মাধ্যমে পাঠানো হয়েছে।
নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মিরা, সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ওসি আব্দুল জলিল উপস্থিত থেকে এসব সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের কাছে তুলে দেন।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলার ২টি ইউনিয়নের ৭টি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারী) সকাল থেকে বিভিন্ন দূর্গম কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন, থানচি উপজেলা নির্বাচন অফিসার আবদুল হামিদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের সাত উপজেলার দুই পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৮ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৫৮৩ জন ও নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭৬টি ভোটকেন্দ্র থাকলেও এবার ভোটকেন্দ্র সংখ্যা ১৮২টি, এই নির্বাচনে ভোটকেন্দ্র বেড়েছে আরও ছয়টি। বান্দরবানে ১৮২টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারের সাহায্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানে নির্বাচন যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ হয় তার জন্য ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এছাড়াও বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা করার কোন সুযোগ কাউকে দেয়া হবে না।