কাপ্তাইয়ে ৫টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ

54

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় কাপ্তাই উপজেলায় মাল্টিমিডিয়া শ্রেণী কার্যক্রম বাস্তবায়নের জন্য ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী হস্তান্তর করা হয়।
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন সভাপতিত্বে মাল্টিমিডিয়া সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ ঝিমি চাকমা।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাপ্তাই উপজেলায় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।