মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা

27

॥ নিজস্ব প্রতিবেদক ॥
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা তথ্য অফিস উপ-পরিচালক মোঃ আবদুল আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ আহমেদ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও রাঙ্গামাটি মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার মোঃ ইকবাল হোসেন, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধ ও বিজয়ের কথা তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।