পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে-সচিব মোছাম্মৎ হামিদা বেগম

41

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোছাম্মৎ হামিদা বেগম। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় পাহাড়ে বন সৃজন সব সময় হাত বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় স্থাণীয় জনসাধারণকে আরো উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানান।
বুধবার (১৫ মার্চ) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কনফারেন্স হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও ইসিমোড এর সহায়তায় হিমালয়া রিজালেন্স এনাবল এ্যাকশন কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব প্রদীপ কুমার মহন্ত, ইসিমুডের এ্যাকশন এরিয়া কোর্ডিনেটর বন্ধনা শাখ্য।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বান্দরবান জেলা প্রশাসক পারভিন তিবরিজি সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
পরে অংশগ্রহণকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।