পার্বত্য অর্থনীতিতে নারীদের ভুমিকা অনন্য

62

ছবি ও প্রতিবেদন, লিটন শীলঃ-পার্বত্য অর্থনীতিতে নারীদের ভুমিকা অনন্য। রান্নাবান্না, শিশু পরিচর্যাসহ গৃহস্থালির কাজ করার পাশাপাশি পাহাড়ের কর্মজীবী নারীদের অর্ধেকের বেশি কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। তাই জীবন সংগ্রামে জুমে উৎপাদিত কৃষিপণ্য বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে সব ঋতুতেই ঝুঁকি নিয়ে উচু নীচু পাহাড়, ঝর্ণা, ছড়া আর নদী অতিক্রম করে থাকে পাহাড়ের নারীরা।
হাটের দিনে কৃষিপণ্য বিক্রী শেষে আবারও আয়ের অর্থ দিয়ে পরিবারের জন্য এক সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পন্য কিনে বাড়ী ফিরতে হয় তাদের।
বাজার থেকে পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পন্য কিনে বাড়ী ফেরার ছবিটি রাঙ্গামাটির দূর্গম জুরাছড়ি উপজেলার গবছড়ি এলাকা থেকে তোলা।