রামগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

36

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ির রামগড় উপজেলার দূর্গম দাতারামপাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি রামগড় জোন কর্তৃক নিয়োজিত বিজিবির দুজন অভিজ্ঞ চিকিৎসক।
জানা যায়, রামগড় জোনের আয়োজনে রবিবার (২৯ জানুয়ারি) সকাল হতে দুপুর দুইটা পর্যন্ত চলে এ চিকিৎসা সেবা কার্যক্রম। এসময় ঐ এলাকায় বসবাসরত দুঃস্থ, গরীব, পাহাড়ী এবং বাঙ্গালী ২৬৪ জন অসুস্থ ব্যাক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে রামগড় জোন (৪৩ বিজিবি)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা মূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে রামগড় জোন।