খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের জন্য ডিজিটাল ক্লাসরুম এর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ইন্টারঅ্যাক্টিভ বোর্ড, মাল্টিমিডিযা প্রজেক্টর, ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার ও আসবাবপত্রসহ সকল আধুনিক শিক্ষা উপকরণ সম্বলিত একটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম’র উদ্বোধন করেন, খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার এবং খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।