সকল ধর্মই মানুষকে শান্তি ও সম্প্রীতির পথে পরিচালিত করে-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

83

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-সকল ধর্মই মানুষকে শান্তি ও সম্প্রীতির পথে পরিচালিত করে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষ পার্বত্য এলাকায় বসবাস করছে এবং প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে যার যার ধর্মীয় উৎসব পালন করছে। একেই বলে সম্প্রীতির বাংলাদেশ।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে পার্বত্য মন্ত্রীর বান্দরবানস্থ বাসভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের বড়ুয়া সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপদেষ্টা দিপ্তী কুমার বড়ুয়া, বেসান্ত বড়ুয়া, সুনিল বড়ুয়া, পৌরসভার সাবেক প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক রাজীব বড়ুয়া, অর্থ সম্পাদক রুপন বড়ুয়া, সহ প্রচার সম্পাদক রাহুল বড়ুয়া ছোটন, জ্ঞানরত্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খোকন বড়ুয়া, কালাঘাটা গৌতম বিহার পরিচালনা কমিটির সভাপতি মনোরঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়াসহ বিভিন্ন বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।
শুভেচ্ছা বিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ তাদের নিজেদের ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারছে। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব আমাদের সবার, তাই সকলের উৎসবে সকলে সহযোগিতা করা এবং যেকোন অনুষ্ঠানকে স্বার্থক করে তোলা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।