কাউখালীর ঘাগড়া বাজার এলাকায় লরির ধাক্কায় শিশু নিহত

43

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি কাউখালীর ঘাগড়ায় রাঙ্গামাটিগামী লরি ও সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় লিটন চাকমা (৮) নামে আহত এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঘাগড়া বাজার এলাকায় একটি লরি রাস্তায় উপর দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজি অটোরিক্সাটি লিটন চাকমার গায়ের উপরে আচড়ে পড়ে। এতে সে মারাত্মক আহত হয়। পরে তাকে স্থানীয় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
নিহত লিটন চাকমা ঘাগড়া টেক্সটাইল মিল কলোনী এলাকার সাধন প্রিয় চাকমার ছেলে। কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কাউখালী থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল আটটার সময় ঘাগড়া বাজার এলাকায় রাস্তা পারপার হওয়ার সময় চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী লরি (ঢাকা মেট্রে-শ-১৩-০৯৫৬) রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় সিএনজি অটোরিক্সাটি লিটন চাকমার গায়ের উপরে উঠে যায়। এতে লিটন চাকমা গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত তিনটায় মারা যায়। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন।