দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

45

মো. সোহেল রানা, দীঘিনালাঃ-তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক প্রতিপাদ্য বিষয় ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো. মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন সহকারী অফিসার মো. নাঈম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সাবক ডেপুটি কমান্ডার মো. সেলিম, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুস সালাম, বাজার চৌধুরী জেসমিন চৌধুরী প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য প্রবাহ ঠিক থাকলে দূর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা এক সময় থাকবে না। তথ্য জানতে আসলে তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে। তথ্য জানা অধিকার সবার আছে তবে সরকারি সংবিধান প্রতি শ্রদ্ধা রেখে তথ্য দিতে হবে। প্রতিটি দপ্তর তাদের সরকারি সুযোগ-সুবিধা তথ্য প্রচার করতে হবে যাতে করে জনগন উপকৃত হয়।