খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

63

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ২১৭ পিস ভারতীয় শাড়ি ও ৭২ পিস লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বুধবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ৪০ বিজিবির পলাশপুর জোনের সদস্যরা শিশুকবাড়ী মেইনরোড এলাকা থেকে এসব কাপড় জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারতীয় শাড়ি আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল শিশুকবাড়ী মেইনরোড এলাকায় অভিযান চালায়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এসময় বিজিবি টহল দল ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ২১৭ পিস ভারতীয় শাড়ি ও ৭২ পিস লেহেঙ্গা জব্দ করে করে।
৪০ খেদাছড়া ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদ বলেন, এসব ভারতীয় শাড়ি সীতাকুন্ড কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দ করা শাড়িও লেহেঙ্গার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।