কাপ্তাইয়ে শারদীয় দুর্গাপুজার প্রস্তুতি সভাঃ এবার ৮টি পুজা মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে

54

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক এবার কাপ্তাই এ শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে, পুজা মন্ডপে কেউ বিশৃঙ্খলা করলে তাকে ছাড় দেওয়া হবে না, প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা, কেউ যেন মাদক নিয়ে পুজা মন্ডপে প্রবেশ না করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় প্রস্তুতি থাকবেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষ “কিন্নরীতে” আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং উপজেলার ৮টি পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে প্রস্তুতি সভায় বক্তাগণ একথা বলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি), কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তার হোসেন, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসতিয়াক হোসেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর মিন্টু সহ জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব যাতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়, এ বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। প্রতিটি ধর্মের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সৌহার্দপূর্ণ সম্পর্কই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মূল অনুষঙ্গ।
প্রসঙ্গতঃ এই বছর কাপ্তাই উপজেলায় সর্বমোট ৮টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পুজা উদযাপন করা হবে বলে জানান পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।