রাইখালীতে হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ শুরু

58

কাপ্তাই প্রতিনিধিঃ-ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল ২০২১-২০২২ অর্থ বছরের ২য় কিস্তি বরাদ্দ হতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে দুঃস্থ মহিলাদের নিয়ে ৪ দিনব্যাপী গবাদি প্রাণী ও হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ বুধবার (২৯ জুন) হতে রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে।
রাইখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এসময় তিনি বলেন, এই প্রশিক্ষণ প্রহনের মাধ্যমে মহিলার নিজেদেরকে আত্মসামাজিক উন্নয়ন করতে পারবে বলে আমরা আশা করি।
রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমার সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ইউপি সদস্য শেখ মোঃ নাসির, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সংরক্ষিত মহিলা সদস্য মাক্রাচিং মারমা পুতুল।
প্রশিক্ষণে রাইখালী ইউনিয়ন এর ২৪ জন মহিলা অংশ নিচ্ছেন।