কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে হতাহতদের পরিবারকে বন বিভাগের আর্থিক সহায়তা প্রদান

110

কাপ্তাই প্রতিনিধিঃ-পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ এর আয়োজনে বন্যহাতির আক্রমণে কাপ্তাইয়ের রাইখালী ও কাপ্তাই ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিভিন্ন সময়ে নিহত, আহত ও পরিসম্পদ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে চেক বিতরন করা হয়েছে।
বুধবার (২৯ জুন) সকালে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ অফিসের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কারিগর পাড়া রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও চেক বিতরন করেন, পাল্পউড বাগান বিভাগ অফিসের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।
এসময় রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর নিহত ১ জনের পরিবারকে ৩ লাখ টাকা, কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর বিভিন্ন এলাকাধীন আহত ৪ জনকে প্রত্যেককে ১৫ হাজার টাকা ও পরিসম্পদ ক্ষতিগ্রস্ত ২৪ জনের মধ্যে ১৪ জনের প্রত্যেককে ১৫ হাজার টাকা, ৬ জনের প্রত্যেককে ২ হাজার টাকা, ১ জনকে ২৫ হাজার টাকা ও ৩ জনের প্রত্যেককে ১০ হাজার টাকাসহ মোট ২৯ জনকে সর্বমোট ৭ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, রাইখালী ইউপি মেম্বার উসালা মারমা, সাবেক মেম্বার মনুচিং মারমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।