বৈশাখী পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গল শোভাযাত্রা

78

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়িতে সার্বজনীন বুদ্ধ (বৈশাখী) পূর্ণিমা উদযাপন কমিটি ২৫৬৬ বুদ্ধাব্দ ও সদ্ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তবৃন্দদের আয়োজনে তথাগত ভগবান বুদ্ধের ত্রি-বার্ষিক বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মে) সকালে খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুড়ে মহাজন পাড়া শীবলী বৌদ্ধ বিহার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
মঙ্গল শোভাযাত্রার উদযাপন কমিটির আহবায়ক কল্যাণ মিত্র বড়ুয়ার সভাপতিত্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমাসহ ধর্মপ্রাণ বৌদ্ধ ভিক্ষু, দায়ক-দায়িকারা এসময় উপস্থিত ছিলেন।