বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আট নেতা

217

মো. সোহরাওয়ার্দী সাব্বির, বাঘাইছড়ি ঘুরে আসেঃ-রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে মনোনয়নের দৌঁড়ঝাপ শুরু হয়েছে। বিএনপি এ নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেওয়ায় মনোনয়নের দৌঁড়ে আছে ক্ষমতাসীন দলের নেতারা। আগামী ১৫ জুন বাঘাইছড়ি পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাঘাইছড়ি পৌরসভা গঠনের পর এটি তৃতীয়বারের মতো নির্বাচন। ক্ষমতাসীন দলের দখলে থাকা এ পৌসভায় আবারো দলীয় মনোনয়ন চেয়েছেন আওয়ামীলীগের ৮জন প্রার্থী। এর মধ্যে বর্তমান মেয়র জাফর আলী খানও রয়েছেন।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সুত্রে জানা গেছে দল থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা ইতোমধ্যে জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। এ তালিকায় রয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য জাফর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুশ শুক্কুর, পৌর আওয়ামীলীগের সভাপতি জমির হোসেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী হোসেন ও পৌর আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক সুজিত চাকমা।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাতাব্বর জানান, উপজেলা আওয়ামীলীগ থেকে পাঠানো তালিকা থেকে কেন্দ্রীয় নির্দেশনা মতে বাছাই করে তিনজন প্রার্থীর নাম কেন্দ্রে পঠানো হবে। কেন্দ্র যাকে মনোনয়ন দিবে তিনি হবেন দলীয় প্রার্থী।
তবে কে কে থাকছেন জেলা থেকে পাঠানো তিনজনের তালিকায় সর্বশেষ কে পাচ্ছেন দলীয় মনোনয়ন তা নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা।
রাঙ্গামাটির সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়িস্থ “বাঘাইছড়ি পৌরসভা” গঠন করা হয় ২০০৪ সালে বিএনপি সরকারের আমলে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার আয়তন ২২ দশমিক ৮৭ বর্গ কিলোমিটার। ২০০৪ সালে পৌরসভা গঠনের পর বিএনপি নেতা নিজাম উদ্দিন বাবুকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তিতে আওয়ামীলীগ ক্ষমতায় এলে ২০১২ সালের ৮ জানুযারী প্রথমবারের মতো বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন আওয়ামীলীগ প্রার্থীকে হারিয়ে প্রথমবারের মতো বাঘাইছড়ি পৌরসভার মেয়র নির্বাচিত হন তৎকালীন বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বর্তমান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির। পরের বার বিএনপি প্রার্থীকে হারিয়ে দ্বিতীয় মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগের জাফর আলী খান।