ঝুলন দত্ত, কাপ্তাইঃ-কাপ্তাইয়ের ২নং চিৎমরম ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের কলাবুনিয়া এলাকার কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে উসালা মারমা (৩৪) নামে এক ব্যক্তি মারা গেছেন।
রবিবার (৮ মে) এই ঘটনা ঘটে বলে জানান, ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।
তিনি জানান, গত রবিবার বিকেল ৪টায় ঐ ব্যক্তি কর্ণফুলী নদীতে মাছ ধরতে যায়। এসময় নদীতে জাল ফেলতে গিয়ে তিনি নদীতে তলিয়ে যান। সন্ধ্যার দিকে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ সোমবার সকালে যান। এই বিষয়ে তাঁর পরিবারের পক্ষ হতে কেউ অভিযোগ করেন নাই।