নিত্যপণ্যের মুল্য সহনীয় রাখতে কাপ্তাইয়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান

60

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-নিত্যপণ্যের মুল্য সহনীয় রাখতে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান করা হয়েছে। এসময় ১০টি মামলায় ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (১০ এপ্রিল) বেলা ১২টা হতে ৩টা পর্যন্ত কাপ্তাই নতুনবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ইহা ব্যবহারের সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১২ ধারায় ১ জন দোকানদারকে ১টি মামলায় ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৯টি মামলায় ৯ হাজার ৭০০ টাকাসহ সর্বমোট ১০টি মামলায় ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান, বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।