খাগড়াছড়ির মহালছড়িতে সমঝোতা চুক্তি ও চেক হস্তান্তর

130

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ির মহালছড়িতে গ্রীন হিল’র আয়োজনে এবং জিওবি ইউনিসেফ আসওয়া টু প্রকল্প এর সহযোগিতায় স্কুল ভিত্তিক এমএইচএম ও সততা স্টোর কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে সমঝোতা চুক্তি ও চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় খাগড়াছড়ির মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রীন হিলের উপজেলা ম্যানেজার রিকো খীসার সঞ্চালনায় মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন, গ্রীন হিলের রাঙ্গামাটি প্রধান কার্যালয় কর্মকর্তা বিটু দত্ত, ইউনিয়ন সমন্বয়ক রতন কুমার চাকমা, ভুবন খীসা, মনি চাকমা, শ্রাবিকা চাকমা, সুশীল জীবন চাকমা-সহ ৯টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৯টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে প্রায় ৪ লক্ষ টাকার চেক বিতরন করা হয়।