কাপ্তাইয়ে পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

103

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে তিন দিন ব্যাপী ‘অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণে’ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা বিআরডিবি ভবনে রাঙ্গামাটি জেলা বিআরডিবির উপ-পরিচালক মো.এনামুল হক এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
প্রথমদিনে দারিদ্র্য বিমোচন লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে বিআরডিবির সদস্যদের মাঝে প্রশিক্ষণ দেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম চৌধুরী।
এইসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, অপ্রধান শস্য বিশেষজ্ঞ অতীশ চাকমা ও অপ্রধান শস্য কর্মকর্তা দীপেন চাকমা উপস্থিত ছিলেন। তিন দিন ব্যাপী প্রশিক্ষণে বিআরডিবির ৪০ জন সদস্য অংশ নিচ্ছে।