সারাদেশে ন্যায় পার্বত্য জেলাগুলোতেও ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

159

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বরাদ্ধকৃত নিজস্ব জায়গায় (গুইমারা থানা সংলগ্ন এলাকা) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় খাগড়াছড়ি জেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান সভার সভাপতিত্ব করেন।
এসময় প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শাহেনা আক্তার, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারিপ্রকৌশলী আইয়ুব আলী আনসারী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য ও হাফছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলার ৩ ইউপির চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, সারাদেশে ন্যায় পার্বত্য জেলাগুলোতে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পার্বত্য এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে পাহাড়ি দূর্ঘম এলাকায় টিউবয়েল, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাজেট বরাদ্ধের মাধ্যমে কাজ করে যাচ্ছে।