হারাধন কর্মকার, রাজস্থলীঃ-বান্দরবান জেলার সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে তংজমা পাড়ার মাঝ খানের রাস্তাটি ইট সলিং করার দাবি জানিয়েছেন পাড়াবাসি। ১৯৪৩ সনে পাড়াটি স্থাপিত হয়। দীর্ঘ বছর ধরে প্রায় ৬০টি পরিবারের বসবাস করছে পাড়াটিতে।
শুকনো মৌসুমে যেমন তেমন বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাটি কাঁদায় হাকাকার হয়ে চলাচল করাটা মারাত্মক ভাবে অসুবিধা হয়ে পড়ে। পাড়া কারবারি উলাচাই মারমা বলেন শুকনা মৌসুমে যেমন তেমন কিন্তু বর্ষা মৌসুমে পাড়া বাসির পাশাপাশি দৈনিক স্কুল ও কলেজ গামী ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র পাড়ার মাঝ খানের রাস্তাটি। তাই পাড়ার মাঝ খানে রাস্তাটি ইট সলিং করা পাড়া বাসির প্রানের দাবি হয়ে দাঁড়িয়েছে।
ইউপি সদস্য সুইচাসিং মারমা বলেন, বর্তমান সরকারের আমলে পাড়াটিতে বিদ্যুৎ সুবিধা থেকে শুরু করে, দৃষ্টি নন্দন প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ ও রাজবিলা থেকে তংজমা পাড়ার নিচের সড়কটি ইট সলিং করা হয়েছে। কিন্তু পাড়ায় উঠার মাঝখানের রাস্তাটি ইট দিয়ে সলিং করা হলে বান্দরবান জেলা সাংসদ ও বাংলাদেশ সরকারের পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় বীর বাহাদুর এমপি প্রতি কৃতজ্ঞ থাকব পাড়াবাসী।