গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করলেন পুচিংমং মারমা

105

হারাধন কর্মকার, রাজস্থলীঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করছেন পুচিংমং মারমা। শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টার সময় গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উথান মারমার নিকট থেকে দায়িত্বভার গ্রহন করেন পুচিংমং মারমা।
গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা দায়িত্ব গ্রহনকালে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকে সম্মান জানিয়ে গাইন্দ্যা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ নৌকার মাঝি হিসেবে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন। তাই জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তয়নের লক্ষে এবং রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির হাতকে শক্তিশালী করতে গাইন্দ্যা ইউনিয়ন একটি মাদক ও দূর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
দায়িত্বভার গ্রহনকালে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, হেডম্যান চথোয়াইনু মারমাসহ পরিষদের সচিব ও নবনির্বাচিত সদস্য-সদস্যাগন উপস্থিত ছিলেন।