বাঘাইছড়িতে সপ্তম দাফে ৮ ইউপিতে প্রার্থী মনোনয়নপত্র দাখিল

122

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-বাঘাইছড়িতে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মনোয়নপত্র দাখিলের বুধবার (১২ জানুয়ারী) শেষ দিনে নির্বাচন অফিসসহ হাট-বাজারে নির্বাচনী জল্পনা-কল্পনা নিয়ে সংশ্লিষ্টরা ব্যস্ততম সময় কাটাচ্ছে।
ইতিমধ্যে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ৮টি ইউনিয়নের বঙ্গলতলী ও সারোয়াতলী ইউনিয়ন ছাড়া বাকী ৬টিতে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষনা হওয়ায় বুধবার উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষকেত চাকমার নেতৃত্বে উক্ত ৬জন চেয়ারম্যানদের মনোনয়ন পত্র নির্বাচন অফিসে আনুষ্টানিকভাবে দাখিল করা হয়েছে।
এসময় সংশ্লিষ্ট চেয়ারম্যনগণ সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মহা উৎসাহ উদ্দীপনা নিয়ে অন্যান্য চেয়ারম্যান ও মহিলা-পুরুষ মেম্বাররা তাদের মনোনয়ন পত্র দলবল নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অফিসে দাখিল করেছেন।