কাপ্তাইয়ে প্রাণি ও প্রাণিজ উপকরন ব্যবসা সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রশিক্ষণ কর্মশালা

106

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-কাপ্তাইয়ে প্রাণি ও প্রাণিজ উপকরন ব্যবসা সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রশিক্ষণ কর্মশালা বুধবার (১২ জানুয়ারী) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডঃ বরুন কুমার দত্ত।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী এবং সঞ্চালনা করেন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা চিংহ্লাউ মারমা।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ বরুন কুমার দত্ত অংশগ্রহনকারী স্টেকহোল্ডাদের উদ্যোশে বলেন, দুগ্ধ এবং মাংস জাতীয় খাবার যেন আমরা প্রতিদিনেরটা প্রতিদিন বিক্রি করি সেই বিষয়ে সকলকে সচেতন হতে হবে। আমরা যেন কোনভাবেই এইসব খাবার সংরক্ষণ করে না রাখি।
কর্মশালায় প্রাণি ও প্রাণিজ উপকরণ ব্যবসা সংশ্লিষ্ট ২৫ জন স্টেকহোল্ডার অংশ নেন।