নানিয়ারচরে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

74

নানিয়ারচর প্রতিনিধিঃ-আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক কক্ষে উপজেলা নির্বাচন অফিস নানিয়ারচর আয়োজনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
প্রশিক্ষণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি, নানিয়ারচর থানা ওসি সুজন হালদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমাসহ রাঙ্গামাটি জেলার পাঁচটি উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ প্রিজাইডিং অফিসার ৩৬ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১০৪ জন, পোলিং অফিসার ২০৮ জন উপস্থিত ছিলেন।
এসময় প্রশিক্ষণে নিবার্হী কর্মকর্তা (ইউএনও) বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব নিয়ে সকলের কাজ করতে হবে। নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। ভোটের দিনে ভোট গননা করে কেন্দ্রে ফলাফল ঘোষণা করে আসতে হবে।