লামায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের আসামী ধর্ষক আলতাজ গ্রেপ্তার

178

লামা প্রতিনিধিঃ-বান্দরবানের লামায় প্রতিবন্ধী আদিবাসী কিশোরী ধর্ষণের আসামী ধর্ষক আলতাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় লামা পৌরসভার লাইনঝিরি এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার বান্দরবান জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ধর্ষক আলতাস উদ্দিনকে জেলহাজতে গ্রেরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুধন চন্দ্র দাশ জানায়, গত ৮ডিসেম্বর বুধবার ভিকটিমের মা সংসারের কাজে পার্শ্ববর্তী চকরিয়া যায়। ভিকটিম বাড়িতে একা ছিল। ঘরে একা পেয়ে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা শামুখ ছড়ার মূখ এলাকার জহির আহমদের ছেলে আলতাজ উদ্দিন (৩০) ঘরে ঢুকে মুখ চেপে ধরে ভিকটিমকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ৮ডিসেম্বর বুধবার লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলতাসকে আসামী ককরে মামলা দায়ের করেন। মামলার পর থেকে ধর্ষক আলতাজকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন ভাবে অভিযান অব্যাহত ছিলো আমাদের। শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে লামা পৌরসভার লাইনঝিরি এলাকা থেকে ধর্ষক আলতাস উদ্দিনকে গ্রেপ্তার করি। শনিবার আদালতে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে কোর্ট সিএসআই শিরিন আক্তার বলেন, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা শামুখ ছড়ার মূখ এলাকার প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের আসামী আলতাজ উদ্দিনকে শনিবার আদালতে সোপর্দ করলে ম্যাজিষ্ট্রেট আলতাসকে জেল হাজতে প্রেরণ করেন।