নানিয়ারচরে প্রথাগত নারী নেতৃবৃন্দের অংশগ্রহণে সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক কর্মশালা

153

নানিয়ারচর প্রতিনিধিঃ-নানিয়ারচরে প্রথাগত নারী নেতৃবৃন্দের অংশগ্রহণে সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নানিয়ারচরের বিভিন্ন মৌজার মহিলা কার্বারীদের উপস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্পের নানিয়ারচর উপজেলা কর্মকর্তা মুকুট চাকমার সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, সুমা চাকমা ট্রেনিং ইনস্ট্রাক্টর, তটিনী চাকমা সহকারি প্রকল্প পরিচালক টেকসই সামাজিক সেবা প্রকল্প রাঙ্গামাটি।
উক্ত কর্মশালায় সমাজের পিছিড়ে পড়া জনগোষ্ঠীর জন্য ১৬টি বিষয়ের উপর আলোচনা সভা করা হয়েছে, এর মধ্যে নারীদের গর্ভকালীন চেকআপ, শিশু জন্মের পরে মায়ের বুকের শাল দুধ খাওয়ানো, পুষ্টিকর খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধ, দুর্যোগসহ বেশ কয়েকটি বিষয়ের উপরে বিশদভাবে আলোচনা করা হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি শিউলী রহমান তিন্নী তার বক্তব্যে বলেন, এই কর্মশালা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নারী নেতৃবৃন্দের মাধ্যমে সমাজের পিছিয়ে পরা নারীদেরকে নিয়ে এগিয়ে আহার প্রত্যাশা ব্যক্ত করছি।