ইসলামপুরে ছোট ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করার আশ্বাস দিলেন নবনির্বাচিত ইউপি সদস্য এমদাদুল হক মিলন

152

হারাধন কর্মকার, রাজস্থলীঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর ১নং ওয়ার্ডে ছোট ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত ইউপি সদস্য এমদাদুল হক মিলন। গত ২৮শে নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছোট ভাইয়ের পরিবর্তে বড় ভাই নির্বাচনে অংশ গ্রহন করেন (টিউবওয়েল প্রতীক) নিয়ে ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হন এমদাদুল হক মিলন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মোতালেব হোসেন (মোড়ক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২০১ ভোট পান। মোট ভোটার সংখ্যা ৫০৩ টি তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৭২জন ও মহিলা ভোটার সংখ্যা ২৩১ জন। দুই টি কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ৪১৩ ভোটারের উপস্থিতি ছিল। তার মধ্যে ৮টি ভোট দোত সিলে বাতিল হয়। এবং ৯০টি ভোটার অনুপস্থিত ছিলো। মোট বৈধ ৪০৫টি ভোটের মধ্যে মোঃ এমদাদুল হক মিলন ২০৪ ভোট পেয়ে নির্বাচিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবদুল করিম। নির্বাচিত হয়ে এমদাদুল হক মিলন সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি বলেন বিগত পাঁচ বছর তার ছোট ভাই শহিদুল ইসলাম ইউপি সদস্য ছিলেন। তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয় নিয়ে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে দলমত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন অনুষ্ঠিত ইউপি নির্বাচনটি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার উপজেলা প্রশাসন ও নির্বাচনে সংযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।