বান্দরবানের লামা-নাইক্ষ্যংছড়ির ৯টি ইউপিতে চলছে ভোট গ্রহণ

179

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-২য় ধাপে বান্দরবানের লামা ও নাইক্ষংছড়ি উপজেলার ৯টি ইউনিয়ন পষিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে।
সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এসময় নারী পুরুষরা সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করে।
এবারে বান্দরবানের লামা উপজেলার ৭ইউপিতে ৫৭ হাজার ৯শত ৮৪ জন ভোটার এবং নাইক্ষ্যংছড়ি ২টি ইউপিতে ১৪ হাজার ৮শত ৪৩জন তাদের ভোট প্রয়োগ করবে।
লামা ও নাইক্ষ্যংছড়ির ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৩জন, সংরক্ষিত আসনে ৮০জন এবং সাধারণ সদস্য পদে ২৬৯জন নিবার্চনে অংশ নিচ্ছে।