কাপ্তাইয়ের আসন্ন ইউপি নির্বাচনে সেনাবাহিনী টিম মাঠে কাজ করবে-লেঃ কর্ণেল মোঃ আনোয়ার জাহিদ

137

কাপ্তাই প্রতিনিধিঃ-কাপ্তাইয়ের আসন্ন ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলার পাশপাশি সেনাবাহিনী টিম মাঠে কাজ করবে। কেউ কোন সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্র করার চেষ্টা করলে আমাদের খবর দিন। সকলে সর্তকতার সাথে নির্বাচনের প্রচারনা করুন।
রবিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই সেনা জোনের ৫৬ ইস্ট বেঙ্গল কর্তৃক কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর নির্বাচনী কর্মকর্তা, চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিযে জোন সদর দপ্তরে মতবিনিময় কালে কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আনোয়ার জাহিদ পিএসসি একথা বলেন।
তিনি আরোও বলেন, আগামি ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাপ্তাই সেনা জোনের টিম থাকবে। সকলে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রয়োগ করতে পারবেন।
মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, অতীতেও কাপ্তাইয়ে সুষ্ঠ নির্বাচন হয়েছে এবং আগামীতেও হবে। তবে কেউ সঠিক তথ্য উপাত্ত ছাড়া করো বিরুদ্ধে গায়েবি অভিযোগ করবেন না।
এসময় ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী আব্দুল লতিফ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন পাটোয়ারি বাদল, ইউপি সদস্য প্রার্থী জাহেদুল ইসলাম, ইমান আলীসহ আরোও অনেক প্রার্থী নির্বাচন নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ৫৬ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী, ক্যাপ্টেন বাসারসহ ৩২ জন প্রার্থী উপস্থিত ছিলেন।