বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নালা আবর্জনা পরিস্কার কাজে নেমেছে ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর

343

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় আবর্জনা ভর্তি নালার ময়লা নিষ্কাষন কাজে নেমেছে স্বয়ং ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ওয়ার্ডবাসীর দুর্দশার কথা চিন্তা করে বনরুপা থেকে শুরু করে স্টেডিয়াম, বনবিভাগ অফিসের পিছনে, এলজিইডি এলাকা ও ম্যাজ্জিট্রেট কলোনীর পিছনের এলাকার বিভিন্ন নালা পরিষ্কার ও পানি নিষ্কাষনের ব্যবস্থা করে দেন ভাপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর।
বনরুপা এলাকার পৌরবাসিরা জানান, বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড বনরুপা এলাকার নালাগুলো দীর্ঘদিন ময়লা আর আবর্জনায় ভর্তি থাকায় পানি জমে মশা আর ময়লা আর্বজনায় ভরপূর হয়ে ওঠে আর এই সমস্যা থেকে মুক্তি পেতে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখরকে জানানো হলে তিনি নালা পরিষ্কার ও পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু করেন।
বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডবাসীর আবেদনের প্রেক্ষিতে নালার আবর্জনা অপসারণ করে পানি নিষ্কাষনের ব্যবস্থা করেছি তবে স্থায়ীভাবে এই আবর্জনা অপসারণ করতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।