রাজস্থলীতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

125

হারাধন কর্মকার, রাজস্থলীঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদের আয়োজনে ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারীর ক্ষমাতায়ন প্রকল্পের উদ্যোগে “ডিজিটাল প্রজন্ম, আমাদের প্রজন্ম” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (১১ অক্টোবর) সকাল ১০ ঘঠিকার সময় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিন করে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা নিবার্হী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত আব্দুর করিম, প্রকল্পের উপজেলা কো-অডিনেটর হাসারুন ত্রিপুরা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর সাত্তার, ইউপি চেয়ারম্যান উথান মারমাসহ প্রকল্পের সদস্য সদস্যগন উপস্থিত ছিলেন।