কন্যা শিশু জন্ম হলে নারীদের প্রতি অমানবিক নিষ্ঠুরতা প্রতিরোধ করতে হবে-প্রগতি চাকমা

111

নানিয়ারচর প্রতিনিধিঃ-রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারী ক্ষময়াতন প্রকল্পের আওতায় “ডিজিটাল প্রজন্ম আমদের প্রজন্ম” শ্লোগানে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা পরিষদের আয়োজনে এনজিও ইউএনডিপি সংস্থার সহযোগিতায় (১১ অক্টোবর) সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, উপজেলা এডুকেশন লফ্যাসিলিটেটর বিলোল চাকমা।
সভায় বক্তারা কন্যা শিশুদের প্রতি বিমুখতা প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, কন্য শিশুর প্রতি পুষ্টিকর খাদ্য প্রদানে ছেলে শিশুদের পাশাপাশি কন্যা শিশুকে কোন ভাবেই অবহেলা করা যাবে না। কন্যা শিশু জন্ম হলে নারীদের প্রতি অমানবিক নিষ্ঠুরতা প্রতিরোধ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।