রাঙ্গামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

161

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-মোবাইল কোর্ট ও জরিমানা করে কোন অপরাধীকে সচেতন করা যাবে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, মানুষের বিবেক বোধ যতদিন জাগ্রত হবে না ততদিন তাদের সচেতন করা যাবেনা। তিনি সমাজের সচেতন মানুষ এগিয়ে আসার আহবান জানান।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে তিনি এ আহবান জানান।
এসময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ মামুন মিয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামানসহ রাঙ্গামাটির সচেতন সমাজ ব্যক্তিত্ব ও হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।