দীঘিনালায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ প্রদর্শনী খামারের উপকরন বিতরন

222

মো: সোহেল রানা, দীঘিনালাঃ-মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটি এর আওতায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ প্রদর্শনী খামারের মাছ চাষের উপকরণ মাছের পোনা বিতনর করা হয়েছে।
মঙ্গলবার (১২সেপ্টম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মেরুং ইউনিয়নে বড়মেরুং এলাকায় কার্পজাতীয় মাছের মিশ্র চাষের শফিক আহম্মদ ও গবছড়ি পান্টু চাকমার ক্রীকে কার্পজাতীয় মিশ্র মাছের প্রদর্শনী খামারের মৎস্য উপকরন মাছের পোনা বিতরন করেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম, এসময় উপস্থিত দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা স্বর্ণা, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড.মো: মাইন উদ্দিন আহম্মদ, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা।
উপকরণের মধ্যে রয়েছে, মাছের খাদ্য ২২বস্তা, ইউরিয়া সার ৪০কেজি, টিএসপি সার ২৪ কেজি, প্লাটিকের মগ ২টি, ড্রাম ২টি, বালতি ২টি, গামলা ২টি, জাল (খোপ) ২টি ও মাছের পোনা ১০০ কেজি।