প্রধানমন্ত্রীর জন্মদিনে রাঙ্গামাটির দুটি পৌরসভা ও ৪৯টি ইউনিয়নে কোভিট গণটিকা কার্যক্রমের উদ্যোগ

93

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে আবারও সারা দেশের ন্যায় রাঙ্গামাটির দুটি পৌরসভা ও ৪৯টি ইউনিয়নে কোভিট গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে।
রাঙ্গামাটির ১০ উপজেলার ৪৯টির প্রত্যেক ইউনিয়নে ১ হাজার ৫শত করে এবং দুটি পৌর সভার প্রত্যেক ওয়ার্ডে ৫শত করে কোভিট টিকা প্রদানের ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। রাঙ্গামাটি ডেপুটি সিভিল সার্জন ড.া নিতীশ চাকমা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার থেকে রাঙ্গামাটি জেলায় আবারও শুরু হচ্ছে এলাকাভিত্তিক গণটিকা কার্যক্রম।
তিনি বলেন, টিকা ক্যাম্পেইনে প্রতি ইউনিয়নে একদিনেই ১ হাজার ৫শ ডোজ করে টিকা দেওয়া হবে। রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় আগের মতো সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টার যোগে ভ্যাকসিন পৌছানো হবে বলে তিনি জানান।