কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার একদিন পর কাপ্তাই সাবেক ইউপি সদস্য অমর চাকমার মরদেহ উদ্ধার

149

কাপ্তাই প্রতিনিধিঃ-রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ১৭ ঘন্টা পর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌ ডুবুরি দলের সদস্যরা সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় আগে কাপ্তাই লেকের ভাইবোনছড়ার কিছুটা দূরবর্তী এলাকায় সাবেক ইউপি সদস্য অমর চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা নৌ ডুবুরি দলকে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন। ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের দূর্গম ১নং ওয়ার্ডের ভাইবোনছড়া এলাকায় নৌকা থেকে কাপ্তাই হ্রদে পড়ে ঐ এলাকার সাবেক ইউপি সদস্য অমর চাকমা (৫৫) নিখোঁজ হন।
ঐ ওয়ার্ডের ইউপি সদস্য বাদল চাকমা জানান, নিখোঁজের পর এলাকাবাসী পানিতে তল্লাশি চালিয়ে ঐ ব্যক্তির কোন সন্ধান পায়নি। সোমবার সকাল ৯টার দিকে কাপ্তাই নৌ ঘাঁটির নৌ ডুবুরি দল যে এলাকায় সাবেক ইউপি সদস্য অমর চাকমার পানিতে পড়ে যায়, তাঁর কিছুৃটা দূরে নিখোঁজ অমর চাকমার মরদেহ উদ্ধার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, নৌ বাহিনী ডুবুর দলের সহায়তায় পুলিশ সদস্যরা ঐ এলাকায় গিয়ে নিখোঁজ অমর চাকমার মরদেহ উদ্ধার করে। তিনি জানান, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।