বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ মধু পূর্ণিমা উদযাপিত

142

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বৈশ্বিক মহামারি কোভিড ১৯ করোনার কারনে সীমিত অনুষ্টানমালার মধ্যদিয়ে বান্দরবানের বৌদ্ধ ধর্মালম্বীরা উদযাপন করেছেন শুভ মধু পূর্ণিমা।
মধু পূর্ণিমা উপলক্ষে ২০ সেপ্টেম্বর (সোমবার) সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে আয়োজন করা হয় ভান্তেদের ছোয়াই দান (উৎকৃষ্ট খাবার), বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনার। এসময় বৌদ্ধ ধর্মালম্বী দায়ক দায়িকা বিহারে বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমুল ও পানীয় দান করে।
সকালে বান্দরবান সদরের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের।
মহামারি করোনার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবারে সংক্ষিপ্ত আকারে বৌদ্ধ ধর্মালম্বীরা শুভ মধুপূর্ণিমা উদযাপন করছে এবং বিকেলে ফানুস উড়িয়ে ও মঙ্গল প্রদীপ প্রজ্জলন এবং সমবেত প্রার্থনার মধ্যদিয়ে এই শুভ মধু পূর্ণিমার সমাপ্তি হবে।