৫৮ বছর পর বিদ্যুত সংযোগ পেল ব্যাঙছড়ির বাসিন্দারা

215

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি -বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতায় দূর্গমতাকে জয় করে ৫৮ বছর পর বিদ্যুৎ সংযোগ পেলেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ির এলাকার বাসিন্দারা ।

শনিবার সকালে ব্যঙছড়িতে সুইচ টিপে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ বছর পর বিদ্যুৎ সরবরাহ পেয়ে খুশি এলাকাবাসী। এজন্য তারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিদ্যুৎ সরবরাহের উদ্বোধনকালে দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ফলে পাহাড়ের দূর্গম এলাকার প্রতিটি ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌছেঁ গেছে।

পার্বত্য চট্টগ্রামের দূর্গমতাকে জয় প্রতিটি গ্রামেই উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি শতভাগ বিদ্যুৎ পৌছে গেছে বলে তিনি উল্লেখ করেন।
#