খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে লক্ষাধীক টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার

116

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে লক্ষাধীক টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) লক্ষ্মীছড়ির শিলাছড়ি পাড়া (ধুরং খাল) এলাকায় লক্ষ্মীছড়ি জোনের মেজর সুহাদ এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে লক্ষাধীক টাকা মূল্যের ১২০ টুকরা সেগুন কাঠ উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সময় কাঠ পাচারকারী চক্র সেনা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত কাঠগুলো লক্ষ্মীছড়ি বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।
লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ পিএসসি, জি বলেন, অবৈধ কাঠ পাচারকারীদের কাউকে গ্রেফতার করা যায় নি। পাহাড়ের অবৈধ কাঠ পাচার বন্ধ এবং অবৈধ কাঠ পাচারকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।