লকডাউন বাস্তবায়নে কড়া নজরদারি নানিয়ারচর সেনাবাহিনীর

126

নানিয়ারচর প্রতিনিধিঃ-মহামারী করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ দেখা দেয়ায় সরকার ঘোষিত লকডাউনের প্রথম হতেই সারাদেশের ন্যায় রাঙ্গামাটির নানিয়ারচরেও করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন বাস্তবায়নে সর্বাত্বক নজরদারি করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় ঈদের পর সরকার ঘোষিত কঠোর লকডাউনের ২য় সপ্তাহের ১ম দিনেও কড়া নজরদারি করে চলেছে নানিয়ারচর জোন (সুদক্ষ দশ)। উপজেলার বিভিন্ন এলাকায় ও সড়কে দেখা যায়নি খুব একটা যানচলাচল ও মানুষের জমায়েত।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল হতে নানিয়ারচর জোন লেফটেন্যান্ট এইচ,এম, নাজমুস সাকিব ও ক্যাপ্টেন পারভেজ রহমানের নেতৃত্বে উপজেলার সমগ্র বাজার ও সড়কে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে লকডাউন নিশ্চিত করতে মাঠে ছিল নানিয়ারচর সেনাবাহিনী।
এছাড়াও সকাল হতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ট্যাগ অফিসারের নেতৃত্বে উপজেলার সদর বাজার, ইসলামপুর বৌবাজার, বগাছড়িসহ বিভিন্ন বাজার ও সড়কে মাইকিং প্রচারণার পাশাপাশি পুলিশ ও সেনা সদস্যদের টহলরত অবস্থায় দেখা যায়।