মানিকছড়িতে আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিতরণ

174

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাগড়াছড়ি মানিকছড়ির দুইটি আশ্রয় কেন্দ্রের ৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) রূম্পা ঘোষ উপস্থিত থেকে আশ্রয় কেন্দ্রে থাকা হতদরিদ্র পরিবারদের মাঝে এইসব শুকনো খাবার বিতরণ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উপহার মানিকছড়ির দুইটি আশ্রয় কেন্দ্রের ৫০ পরিবারের বসবাস।
এর মধ্যে ‘বঙ্গবন্ধু ভিলেজে ৩৫ পরিবার ও তিন টহরীস্থ ডলু স্কুল সংলগ্ন ১৫ পরিবার দরিদ্র পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আশ্রয় কেন্দ্রে নিরাপদ জীবনে বসবাসের সুযোগ সৃষ্টি হয়েছে। গেল ঈদে ৩৫ পরিবারকে এবং বৃহস্পতিবার (২৯ জুলাই) ১৫ পরিবারের হাতে শুকনো খাবার হিসেবে প্রতি পরিবারে ৫ কেজি আলু, ১ কেজি তৈল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি চিনি প্যাকেট জাত করে বিতরণ করা হয়েছে।