৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে এনআইডি দেখালেই টিকা নেওয়া যাবে-স্বরাষ্ট্রমন্ত্রী

111

ডেস্ক রিপোর্টঃ-আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে গেলে করোনা ভাইরাসের টিকা নেওয়া যাবে। মঙ্গলবার (২৭ জুলাই) সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, করোনা নিয়ন্ত্রণে দ্রুত টিকাকরণ নিশ্চিত করতে চায় সরকার। আগামী ৭ আগস্ট ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে টিকা পাওয়া যাবে। সরকার টিকা কার্যক্রমকে আরও জোরদার করতে এ সিদ্ধান্ত নিয়েছে।
করোনার টিকা দেওয়ার গতি বাড়াতে ৭ আগস্ট থেকে দেশে বিদ্যমান সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যকর করা হবে। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্য অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলোও কাজে লাগানো হবে।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।