কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে করোনা প্রতিরোধে জনসচেতনতায় ব্যাপক প্রচার-প্রচারনা

113

আজগর আলী খান, রাজস্থলীঃ-রাজস্থলী উপজেলায় কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনগণকে মাস্ক পরাসহ স্বাস্থ্য বিধি প্রতি পালন ও সচেতন করতে প্রতিনিয়ত সড়ক ও নৌযান প্রচার প্রচারনা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় বুধবার (২৮ জুলাই) কাপ্তাই উপজেলার নতুন বাজার, জেটিঘাট, লগগেইট, কে পি এম, তম্ব পাড়া, সাপছড়ি বড়ইছড়ি, চন্দ্রঘোনা ফেরিঘাট, রাইখালী বাজার, বড়খোলা পাড়া, ডংছড়ি বিজিবি ক্যাম্প সংলগ্ন বিভিন্ন জনবহুল স্থান সমূহে প্রচার প্রচারনা চালানো হয়।
কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ হারুন জানান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া, নাড়াছড়া শফিপুর, ইসলামপুর, দশ মাইল, সুখ বিলাস, রাজস্থলী বাজার, নাহ্নামুখপাড়া, নোয়াঝিড়ি পাড়া, হাজী পাড়া রাজস্থলী উপজেলার অন্যান্য এলাকায় করোনা সচেতনতায় প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় কাপ্তাই তথ্য অফিসের গাড়িতে মাইকিং এর মাধ্যমে কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ সমুহ প্রচার প্রচারণা চালান।
অপর দিকে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক ও সাংবাদিকবৃন্দগন এই প্রচারনায় প্রত্যেক্ষ ভাবে সহযোগিতা করেন। জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামুলক প্রচারনা চালানো অব্যাহত থাকবে বলে জানান তথ্য অফিসার।