রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-কোভিড ১৯ এর কারনে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জিমনেসিয়াম হলে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র সুরাইয়া আক্তার সুইটি।
এসময় কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় ১শত ৫৮জন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০কেজি চাল, ১লিটার তেল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি লবণ, ১কেজি পিয়াঁজ প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র সুরাইয়া আক্তার সুইটি। ত্রাণ বিতরন কালে এসময় অন্যান্যদের মাঝে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাহ নেওয়াজ মেহেদী, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ নুরুল ইসলামসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের তথ্যমতে, ১লা জুলাই থেকে করোনার কঠোর লকডাউনে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন অসহায় ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ এই পর্যন্ত প্রায় ২ হাজার অসহায় পরিবারকে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে এবং আগামীতে ও এই কর্মসুচী অব্যাহত থাকবে।