রাঙ্গামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর সহায়তা পেলো ৮৫টি পরিবার

183

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-করোনা মোকাবেলায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৮৫টি অসহায় ও দরিদ্র পরিবারকে ত্রান সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ২৩ ইস্ট বেঙ্গল।
শনিবার (১০ জুলাই) সকালে সামাজিক দুরত্ব মেনে কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিসিপিআই) মাঠে এই সহায়তা তুলে দেন কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল গাজী মিজানুল হক পিএসসি।
বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই কারিগরি শিক্ষা প্রতিষ্টানের অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন হওলাদার, ইউপি সদস্য সজিবুর রহমান, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন মোঃ সুমনসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা এবং স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তার মধ্যে ছিলো, প্রতি প্যাকেটে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি তেল, ১কেজি পেয়াঁজ, ১ কেজি লবন ও ১ কেজি আলু।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করে আসছে। তারই ধারাবাহিকতায় কাপ্তাই জোনের সদস্যদের রেশন বাঁচিয়ে করোনা মহামারীতে বিশেষ মানবিক সহায়তা হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।